পুলিশি তৎপরতায় বাড়ি ফিরলেন 'ডাইনি' বৃদ্ধা
ডাইনি ঘোষিত হয়ে ঘরছাড়া হয়েছিলেন এক বৃদ্ধা। মালদা থানার পুলিশের উদ্যোগে নিজের বাড়িতে ফিরে গেলেন ওই মহিলা। পুলিশের এহেন উদ্যোগে খুশি সাধারণ মানুষ।
অত্যাচারিত বৃদ্ধার নাম লক্ষ্মী বেসরা। বয়স ৭২। স্বামীর মৃত্যুর পর থেকে ছেলে গণেশ বাস্কের সঙ্গে থাকতেন তিনি। গণেশের মেয়ে সুমিতা বাস্কে (১৫) যক্ষ্মারোগে আক্রান্ত হয়ে ২ বছর আগে মারা যায়। সেই ঘটনায় দোষী সাব্যস্ত করা হয় লক্ষ্মীদেবীকে। অভিযোগ, এরপর থেকেই শুরু হয় অত্যাচার। মাস দুয়েক আগে গণেশ ও তার স্ত্রী লক্ষ্মীদেবীকে ডাইনি অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। রাতটা গাছের তলায় কাটিয়েই তিনি রওয়ানা দেন মেয়ের কাছে। তাঁর মেয়ে বহুবার দাদা গণেশ ও বৌদিকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কোনও সুফল মেলেনি। অবশেষে লক্ষ্মীদেবী মালদা থানায় সমস্ত ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

এরপরেই মালদা থানার পুলিশ ও ব্লক দপ্তরের যৌথ উদ্যোগে গ্রামে একটি শিবিরের আয়োজন করা হয়। সেখান প্রশাসনের তরফে গ্রামবাসীদের বোঝানো হয় এসব কুসংস্কার। গণেশ ও তার স্ত্রীকে মালদা থানায় ডেকে লক্ষ্মীদেবীর সঙ্গে কথা বলানো হয়। গণেশ ও তার স্ত্রী মালদা থানায় লিখিত মুচলেকা দিয়ে জানায়, তারা লক্ষ্মীদেবীর ওপর কোনও অত্যাচার করবে না।
বিডিও নরোত্তম বিশ্বাস জানান, পুলিশের মাধ্যমে খবর পেয়েই ওই বৃদ্ধার বাড়িতে প্রতিনিধি দল পাঠানো হয়েছিল। প্রতিনিধি দল ওই বৃদ্ধার ছেলে ও পুত্রবধূকে বোঝানো হয়েছে। ওই বৃদ্ধার নাতনির মৃত্যুকে ঘিরে এই সমস্যা হয়েছিল। তবে তাদের বুঝিয়ে বৃদ্ধাকে বাড়িতে পাঠানো হয়েছে।
ছবিটি প্রতীকী।