বিলুপ্ত সাপ কলাজ উদ্ধার ওল্ড মালদায়
লুপ্তপ্রায় বিষধর সাপ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদার বাচামারি কলোনি এলাকায়। শুক্রবার রাতে শক্তি বর্মনের বাড়িতে সাপটিকে দেখতে পেয়ে এলাকার লোকজন সর্পবন্ধু নিতাই হালদারকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনি সাপটিকে উদ্ধার করেন।
নিতাইবাবু জানান, এশিয়ার মধ্যে নামকরা বিষধর সাপগুলির মধ্যে এটি অন্যতম। ‘কালাজ’ নামে জনমানসে পরিচিত এই সাপ এই এলাকায় দেখা যায়না। অন্যান্য জায়গায় দেখা গেলেও মালদায় প্রথম উদ্ধার হল লুপ্তপ্রায় এই সাপটি। এই সাপগুলি কোন ঘরের বিছানার তলায়, ঘরের কোনায় ঠাণ্ডা জায়গায় থাকতে পছন্দ করে। এই সাপের বিষ এতটাই তীব্র যে মানুষকে ঘুমন্ত অবস্থায় কামড়ালে আক্রান্ত ব্যক্তি বুঝতেও পারেন না। প্রায় আড়াই ফুটের মতো লম্বা এই সাপটি কালো এবং সাদা ডোরাকাটা রঙের। গতকাল রাতে সাপটিকে উদ্ধার করে এদিন বন দপ্তরের হাতে তুলে দেন নিতাইবাবু।
ভিডিয়োঃ কৃতাঙ্ক