ইট দিয়ে মেরে গৃহবধূর মাথা ফাটল প্রতিবেশী
বাড়ির সামনে মদ খেয়ে গালিগালাজের প্রতিবাদ করায় এক গৃহবধূকে ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ৭ প্রতিবেশীর বিরুদ্ধে। আহত অবস্থায় ওই গৃহবধূর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাতে মালদা থানার সুগাবাথান এলাকায়।
আক্রান্ত গৃহবধূর নাম মুনকি মণ্ডল (২৫)। স্বামী সুকুমার মণ্ডল পেশায় শ্রমিক। জানা গিয়েছে, আক্রান্ত গৃহবধূর অভিযোগ, বৃহস্পতিবার রাতে বাড়ির সামনে মদ্যপ অবস্থায় অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল হাগরু মণ্ডলরা। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে তার উপর ইট নিয়ে চড়াও হাগরু, জগদীশ, নরেশ মণ্ডল সহ ৭ জন। অভিযুক্তদের ইটের ঘায়ে তার মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় রাতেই তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। মালদা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও অভিযুক্তরা পলাতক।