ছাগল চোর সন্দেহে গণধোলাই ওল্ড মালদায়
ছাগল চোর সন্দেহে তিন কিশোরের উপর চলল গণধোলাই। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষিপ্ত জনতার হাত থেকে ওই তিন কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা থানার রায়পুর এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানান, বিগত কয়েকদিন ধরেই এলাকায় বেড়েছে ছাগল চুরির ঘটনা। এদিন দুপুর ১২টা নাগাদ তাঁরা তিন কিশোরকে ছাগল চুরি করতে হাতেনাতে ধরে ফেলেন। চলে গণপ্রহার। খবর যায় মালদা থানায়। মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে ওই তিন কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
ভিডিয়োঃ কৃতাঙ্ক
6 views