এবার কার্নিভ্যালে মেতেছে ওল্ড মালদা পুরসভা
ওল্ড মালদা পুরসভার সার্ধ শতবর্ষ উৎসবের উদ্বোধন করলেন পুলিশ সুপার অর্ণব ঘোষ৷ প্রভাত ফেরির উদ্বোধন করেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য৷ আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার দুই পুরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ ও কার্তিক ঘোষ, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, মোয়াজ্জেম হোসেন, ইংরেজবাজার ও ওল্ড মালদা পুরসভার দুলাল সরকার ও চন্দনা হালদার, পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গোকুলবিহারী আগরওয়ালা, প্রেমশংকর শেঠ, বিভূতিভূষণ ঘোষ সহ প্রাক্তন ও বর্তমান কাউন্সিলররাও৷
চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, এবছর ওল্ড মালদা পুরসভা ১৫০ বছরে পা দিচ্ছে৷ এই দিনটি তাঁদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ৷ এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে তাঁরা বছরভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন৷ আজ তার সূচনা হল৷ আজকের প্রভাত ফেরিতে পুরসভার প্রতিটি ওয়ার্ডের নাগরিকরা অংশগ্রহণ করেছেন৷ অংশ নিয়েছে স্কুল ও কলেজের পড়ুয়া, বিভিন্ন গম্ভীরা গোষ্ঠী সহ অন্যান্য লোকশিল্পীরা৷ সারা বছর ধরে এই অনুষ্ঠান চলবে৷
জেলাশাসক কৌশিক ভট্টাচার্য বলেন, গত কয়েক বছরে ওল্ড মালদা পুরসভায় নাগরিক পরিষেবার অভূতপূর্ব উন্নতি হয়েছে৷ এই পুরসভার পাশেই রয়েছে জেলার একমাত্র ইন্ডাস্ট্রিয়াল হাব৷ সেখানে নতুন নতুন শিল্প গড়ে উঠতে শুরু করেছে৷ তাঁর আশা, আগামীতে এই পুর এলাকায় উন্নয়নের জোয়ার বইবে৷ আগামী দিনে এই পুর এলাকাতেও শিল্পের বিশেষ উন্নয়ন হবে বলে তিনি আশা করেন৷