সদ্যোজাত শিশু কন্যাকে নিয়ে ত্রাণ শিবিরে থাকা যাবে না!

এটা এক রকম কুসংস্কার যে-কোনো পরিবারে শিশু জন্ম গ্রহণ করলে সমাজে রেওয়াজ রয়েছে শুদ্ধিকরণ হবার। না হলে সেই পরিবার অশুদ্ধ থাকে। একবিংশ শতাব্দীতেও কুসংস্কার মানুষের মন থেকে আজও মুছে যায় নি, এঘটনাটি তার প্রমাণ, আর এই কুসংস্কারের প্রভাব পড়েছে মালদা জেলার প্রশাসনিক কর্তাদের সদর দপ্তর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে মালদা থানার চরকাদিরপুরের মণ্ডল পরিবারে। এই পরিবারে সদ্যোজাত শিশু কন্যার জন্ম হয় এমাসের ২৭ তারিখে মালদা মেডিক্যাল কলেজে। মণ্ডল পরিবারের বসতবাড়ি বর্তমানে মহানন্দা নদীর জলের তলায়। ফলে ঘর ছাড়া ওই পরিবারটি স্থানীয় ত্রাণ শিবির চরকাদিরপুর প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিল। সদ্যোজাতকে নিয়ে ত্রাণ শিবিরে ফিরতেই বিপত্তি শুরু হয়। শুদ্ধিকরণ না হলে ত্রাণ শিবিরে থাকা যাবে না এমনই পরিবেশ তৈরি করে শিবিরে আশ্রিত অন্যান্য পরিবার। তাই সদ্যোজাত শিশু কন্যাকে নিয়ে স্থানীয় আম বাগানে এক চিলতে ত্রিপলের নিচে দিন কাটাচ্ছে এই মণ্ডল পরিবার। অস্বাস্থ্যকর এই পরিবেশে গত তিনদিন ধরে রয়েছেন এই পরিবার। এমন ঘটনার খবর রাখেওনি কেউ। ঘটনাটি প্রতিবেদক জেলা পরিষদের সভাধিপতিকে জানালে তিনি বলেন যে এই বিষয়ে তাঁর কাছে কোন খবর আসেনি, তবে কেন এই অবাঞ্ছিত ঘটনা ঘটল সেই বিষয়ে খোঁজ নিয়ে পরিবারটিকে উপযুক্ত সহায়তা করবেন। অবশেষে স্থানীয় বিধায়ক ভুপেন্দ্রনাথ হালদারের সহায়তায় চরকাদিরপুর কিরণময়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা গিয়ে সেই পরিবারটিকে পুনরায় বিদ্যালয়ের আশ্রয় শিবিরে নিয়ে আসেন। পরে বিধায়ক নিজে গিয়ে পরিবারের অবস্থা দেখে সবরকম সাহায্যের আশ্বাস দেন। বর্তমান যুগেও এমন কুসংস্কার মাথা নত করে আমাদেরও।