যানজট এড়াতে নারায়ণপুরে নতুন সংশোধনাগার
ব্রিটিশ আমলে জেলায় রাজনৈতিক আন্দোলন ও বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাওয়ায় নিজেদের প্রয়োজনে ব্রিটিশরা ইংরেজবাজার শহরের দক্ষিণে ছয় একর জমির উপর নির্মাণ করেছিল এই সংশোধনাগার, স্বাধীনতা আন্দোলন ও স্বাধীনতা পরবর্তী বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের সময় জেলার অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব কিছুকালের জন্য এই সংশোধনাগারের আবাসিক ছিলেন। বর্তমানে এই সংশোধনাগারে প্রায় ৬০০ আবাসিক থাকার জায়গা হলেও উত্তরোত্তর অপরাধ বৃদ্ধির ফলে এইস্থানে আবাসিকদের থাকার জায়গার সংকুলান হওয়ার ফলে প্রায় ৮০০ বিচারাধীন আবাসিককে রাখতে হচ্ছে। তাই প্রয়োজন হয়ে পড়েছে নতুন সংশোধনাগারের। এছাড়াও শহরের যানজট এড়িয়ে আবাসিকদের আদালতে নিয়ে যাওয়া ও পুনরায় ফিরিয়ে নিয়ে আসতেও সংশোধনাগারের প্রশাসনকে যথেষ্ট ঝুঁকি নিতে হচ্ছে। অবশেষে এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে কারা দপ্তর। পুরাতন মালদা ব্লকের নারায়ণপুর অঞ্চলে রাজ্য সরকারের কারা দপ্তর ৩০ একর জমিতে এক অত্যাধুনিক সংশোধনাগার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে এর নির্মাণ নকশা তৈরি হয়ে গিয়েছে। কারা বিভাগের ডিআইজি ইতিমধ্যে নির্মাণস্থান পরিদর্শন করে গিয়েছেন। ইংরেজবাজার পৌরসভার উপ-পৌরপ্রধান দুলাল সরকার বলেন যে কিছুদিনের মধ্যেই এই নির্মাণ কাজ শুরু হয়ে যাবে। পুরাতন সংশোধনাগারটিকে ঐতিহাসিক ঘোষণা করে সেটিকে একটি ইতিহাসের তথ্য সম্বলিত জাদুঘরে পরিণত করার অনুরোধ এসেছে জেলার বুদ্ধিজীবী মহলের একাংশের।
