১৪ মাসের শিশুর গলা থেকে নেকলেস
আবার একটি সফল অস্ত্রোপচার মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এবারে মাত্র ১৪ মাস বয়সি আকিফা নামের এক শিশুর। শিশুটির গলায় অস্ত্রোপচার করে যা বেরিয়ে এল তা দেখলেও শিউরে উঠতে হয়। যা বেরিয়ে এল তা হলো লকেট সহ একটি মালা। শিশুটির মা আকতারা বিবি বলেন যে শুক্রবার রাতে বাড়িতে হামাগুড়ি দিয়ে খেলছিল আকিফা। হঠাৎ একটি লকেট সহ মালা হাতের কাছে পেয়ে সে সকলের অজান্তে মুখে পুরে দেয়। শুরু হয় শ্বাসকষ্ট। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় সিলামপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকেরা তাকে মালদা মেডিক্যাল কলেজে রেফার করে। মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করার সঙ্গে সঙ্গে তিনজন চিকিৎসকের একটি দল গলায় অপারেশন করেন। অপারেশন করার পরে গলা থেকে দেড় সেন্টিমিটার চওড়া ও দুই সেন্টিমিটার লম্বা একটি ত্রিমুখী লকেট সহ মালাটি বেরিয়ে আসে যা দেখে চিকিৎসকরাও হতভম্ব হয়ে যান। চিকিৎসক দলের প্রধান ডা. আব্দুর রশিদ জানান মালার সঙ্গে লকেট আটকানোর আঙটাটি বড় বিপজ্জনক ছিল। এক্ষেত্রে বেশি দেরি হলে শিশুটির প্রাণহানি ঘটতে পারত। তবে শিশুটি আপাতত বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ডা. রশিদ বলেন যে শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিবারের লোকেদের বক্তব্য যে প্রথমে তারা কিছু বুঝতেই পারেননি। ক্রমশঃ শিশুটি নিস্তেজ হয়ে পড়ায় তারা হাল ছেড়ে দিয়েছিলেন। সফল অস্ত্রোপচারের পর শিশুটির পরিবার এখন স্বস্তিতে।
অপারেশন করার পরে গলা থেকে দেড় সেন্টিমিটার চওড়া ও দুই সেন্টিমিটার লম্বা একটি ত্রিমুখী লকেট সহ মালাটি বেরিয়ে আসে যা দেখে চিকিৎসকরাও হতভম্ব হয়ে যান।