যদুপুর ও কোতয়ালিতে রাস্তা সংস্কারের জন্য ৬৩ লক্ষ বরাদ্দ
ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুটি রাস্তা সংস্কারের জন্য ৬৩ লক্ষ ৪০ হাজার ৯৯০ টাকা বরাদ্দ করল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। প্রথম রাস্তাটি যদুপুর-১ নং পঞ্চায়েতের ৩৪ নং জাতীয় সড়ক লাগোয়া যদুপুর স্টেট ব্যাঙ্ক মোড় থেকে জহরপুর মোড় (৫০০ মিটার) ও ইসলামপুর মোড় থেকে সোনাতলা জুলু ডাক্তারের বাড়ি পর্যন্ত (৫০০ মিটার)। এই ১ কিলোমিটার রাস্তা পিচঢালা করার জন্য বরাদ্দ হয়েছে ৪২ লক্ষ ৬৯১ টাকা। অন্য রাস্তাটি কোতয়ালি পঞ্চায়েতের অধীন স্টেশন রোডের তারাকালী মন্দিরের নিকট বাঙালি পাড়া থেকে এনবিডব্লুএসটিবি সেন্টার ও কচিমন স্কুল থেকে কোতয়ালি সাব হেলথ সেন্টার পর্যন্ত ৭২৭ মিটার রাস্তা সিমেন্ট কংক্রিট করার জন্য ২১ লক্ষ ৪০ হাজার ২৯৯ টাকা বরাদ্দ হয়েছে। ইংরেজবাজার বিধানসভার বিধায়ক ইংরেজবাজার পুরসভার পুরপতি নীহাররঞ্জন ঘোষ বলেন যে, বর্ষা শেষ হলেই এই রাস্তার কাজ শুরু হবে।
গুগল ম্যাপে যদুপুর গ্রাম পঞ্চায়েত ও কোতয়ালি গ্রাম পঞ্চায়েত