ইন্ডিয়ান অয়েলের লরিচালকদের জাতীয় সড়ক অবরোধ
পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় গাড়িচালকদের বিরুদ্ধে প্রয়োগ করা ভারতীয় আইনের ৩০৪ ধারা বাতিলের প্রতিবাদে এদিন পুরাতন মালদার বুলবুলচণ্ডী মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন সিটু নিয়ন্ত্রিত ইন্ডিয়ান অয়েলের লরিচালক ও খালাসিরা৷ যদিও এদিন তাঁরা প্রতীকী পথ অবরোধ করেন৷ কিন্তু দিনের ব্যস্ততম সময়ে তাঁদের অবরোধে জাতীয় সড়কে প্রবল যানজট সৃষ্টি হয়৷

এদিনের বিক্ষোভ প্রসঙ্গে সিটু নেতা অতুল সরকার বলেন, সম্প্রতি বিক্রম সিং নামে এক লরিচালক কিছুদিন আগে তেল বোঝাই ট্যাংকার নিয়ে হরিশ্চন্দ্রপুরের গোবরাহাট যাচ্ছিলেন৷ মাঝপথে দুর্ঘটনায় একজনের দুর্ভাগ্যজনক মৃত্যু হয়৷ সেই ঘটনায় পুলিশ বিক্রম সিং-এর বিরুদ্ধে ভারতীয় আইনের ২৭৯ ও ৩০৪ ধারায় মামলা রুজু করে৷ এই ধারা জামিন অযোগ্য৷ সবার মনে রাখা উচিত, কোনও গাড়িচালকই ইচ্ছাকৃতভাবে পথে দুর্ঘটনা ঘটান না৷ অনিচ্ছাকৃতভাবেই দুর্ঘটনা ঘটে৷ এর আগে এমন ঘটনায় চালকদের বিরুদ্ধে ৩০৪ (এ) ধারায় মামলা রুজু করা হত৷ সেটা জামিনযোগ্য মামলা৷ এতে তাঁর পরিবারের কোনও সমস্যা হত না৷ কিন্তু বর্তমানে কোনও চালক অনিচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটালে তাঁর পরিবারের লোকজনকে কার্যত না খেয়ে দিন কাটাতে হয়৷ পুলিশের এমন সিদ্ধান্তের প্রতিবাদেই এদিন ইন্ডিয়ান অয়েল এবং ডিপিসিএল-এর প্রতিটি লরির চালক ও খালাসি কর্মবিরতি পালন করছেন৷ সেই আন্দোলনের অঙ্গ হিসেবেই এদিন তাঁরা ৩৪ নম্বর জাতীয় সড়কে প্রতীকী অবরোধ করেন৷ তাঁদের দাবি, দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক ও খালাসির বিরুদ্ধে পুলিশকে ৩০৪ ধারার পরিবর্তে ৩০৪ (এ) ধারা প্রয়োগ করতে হবে৷
এদিকে দিনের ব্যস্ততম সময়ে প্রায় ৩০ মিনিটের অবরোধে ৩৪ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজট দেখা দেয়৷ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও জাতীয় সড়ক যানজট মুক্ত হতে ঘণ্টাখানেকেরও বেশি সময় লেগে যায়৷