নলডুবিতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত দুই
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সন্ধে নাগাদ মালদা থেকে গাজোলের দিকে যাচ্ছিল একটি বেসরকারি বাস। সেই সময় ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে মালদার দিকে আসছিল যাত্রীবোঝাই একটি ম্যাজিক ভ্যান। নলডুবি এলাকায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। বেসরকারি বাসের চালকের দোষেই দুর্ঘটনাটি ঘটে। বিকট শব্দে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। ম্যাজিক ভ্যানের যাত্রীদের উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যাল। এরই মধ্যে পালিয়ে যায় ঘাতক বাসের চালক ও খালাসি। খবর পেয়ে মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করে নিয়ে যায়।

বেসরকারি বাস ও ছোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় পুরাতন মালদার নলডুবি এলাকায়। মৃত্যু হল দু'জনের। আহত হয়েছেন ২১ জন। তাঁদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতরা সবাই ম্যাজিক ভ্যানের যাত্রী। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।