হোলির দিন ব্যবসায়ী খুন
ধারের টাকা শোধ করার নাম করে বাড়িতে ডেকে ব্যবসায়ীকে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার বাবলা এলাকায়। ঘটনায় অভিযুক্তের বাড়ির ছাদ থেকে মৃতদেহ উদ্ধার করেছে মোথাবাড়ি থানার পুলিশ। ঘটনার পর থেকেই ঘরে তালা বন্ধ করে পলাতক অভিযুক্ত। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যবসায়ীর নাম সনাতন মণ্ডল। বয়স ৩৫ বছর। মোথাবাড়ি থানার বাবলা এলাকার বাসিন্দা। পেশায় ব্যবসায়ী। অপরদিকে খুনের ঘটনায় অভিযুক্তের নাম সঞ্জয় গুপ্ত।
জানা গিয়েছে, গত কয়েক মাস আগে সঞ্জয় প্রায় চার লক্ষ টাকা ধার নেন সনাতনবাবুর কাছ থেকে। সেই ধারের টাকা বারবার চাওয়া সত্ত্বেও ধার শোধ করেনি সঞ্জয়। শুক্রবার হোলির দুপুরে টাকা দেওয়ার নাম করে সনাতনবাবুকে নিজের বাড়িতে ডাকেন। বাড়িতে নিয়ে গিয়ে বাড়ির ছাদে সঞ্জয় সনাতনবাবুকে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। ইতিমধ্যে মৃত ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে মোথাবাড়ি থানায়।
প্রতীকী ছবি সৌজন্যে পিক্স অ্যাবে।