ভাইয়ের কান কাটল দাদা
বাড়ি তৈরিকে কেন্দ্র করে বচসার জেরে কান কাটার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। আক্রান্ত ভাই বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের নয়াগ্রাম এলাকায়। মোথাবাড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও অভিযুক্ত পলাতক।
আক্রান্ত ভাইয়ের নাম সন্দীপ মণ্ডল। বছর ২৪ বছর। মোথাবাড়ি থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিনের বাসিন্দা তাঁরা। জানা গিয়েছে, পৈতৃক ভিটিতে বাড়ি তৈরিকে কেন্দ্র করে বচসা সৃষ্টি হয় সন্দীপ ও তাঁর দাদা বাপি মণ্ডলের মধ্যে। সেই সময় অভিযুক্ত বাপি মণ্ডল ধারালো অস্ত্র নিয়ে ভাইয়ের উপর চড়াও হয়। অস্ত্রের আঘাতে ভাইয়ের কান কেটে ঝুলতে থাকে। বাড়ির অন্যান্য সদস্যরা সন্দীপকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।
মোথাবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাপি মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলেও অভিযুক্ত বাপি মণ্ডল পলাতক।
ভিডিয়োঃ কৃতাঙ্ক