জমির লোভে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
জমির লোভে হাঁসুয়া দিয়ে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার সাটাঙ্গাপাড়া গ্রামে। গোটা ঘটনার উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে মোথাবাড়ি থানার পুলিশ।
মৃতের নাম হালিমা বিবি। বয়স ৩০। বেশ কয়েক বছর আগে হালিমা বিবির বিয়ে হয় সায়েদ আলির সঙ্গে। তাদের তিন ছেলেমেয়েও রয়েছে। জানা গিয়েছে, পারিবারিক কলহের জেরে মদ্যপ অবস্থায় হালিমা বিবির মাথায় হাঁসুয়া দিয়ে আঘাত করে তাঁর স্বামী সায়েদ। তাতেই হালিমার মৃত্যু হয়। সম্প্রতি সায়েদ ও হালিমার সম্পর্কের অবনতি লক্ষ করেছিলেন স্থানীয় মানুষজন। তাঁদের অনুমান, সায়েদের অত্যধিক মদ্যপান নিয়েই এই দম্পতির মধ্যে সমস্যা দেখা দিয়েছিল। গতকাল রাতেও দু'জনের মধ্যে প্রবল বচসা শুরু হয়েছিল। সেই সময় মদ্যপ অবস্থায় সায়েদ ধারালো হাঁসুয়া দিয়ে হালিমার মাথায় একাধিকবার কোপ মারে। গুরুতর জখম হালিমাকে প্রতিবেশীরা প্রথমে মোথাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই মৃত্যু হয় হালিমার।
হালিমার এক দাদা জানান, মদের সঙ্গে জুয়ার নেশাও আছে সায়েদের। মাঝেমধ্যেই জুয়া খেলার জন্য টাকা চাইত সে। কিন্তু হালিমা তাকে টাকা দিতে পারত না। এদিকে হালিমার নামে একটি জায়গা রয়েছে। সেই জায়গার লোভেই তাঁর বোনকে গতকাল খুন করে সায়েদ। তাঁরা এই ঘটনায় মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন।
মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরেই এই ঘটনা ঘটেছে। হালিমার মাথায় ধারালো হাঁসুয়ার কোপ বসিয়ে খুন করেছে তাঁর স্বামী। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরুর সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।