চাঁদপুর থেকে ধরমপুর, দেড় কিলোমিটার নতুন রাস্তা
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের হাত দিয়ে মোথাবাড়ির দুটি ঢালাই রাস্তার কাজের শুভ সূচনা হয়ে গেল এদিন। মালদার কালিয়াচক ২ ব্লকের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল দুটি ঢালাই রাস্তার। স্থানীয়দের দাবি মেনে এদিন ফিতে কেটে দুটি ঢালাই রাস্তার কাজের সূচনা করেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মোয়াজ্জেম হোসেন, বিধায়ক সাবিনা ইয়াসমিন, কালিয়াচক ২ নম্বর ব্লক সভাপতি টিংকু রহমান বিশ্বাস সহ অন্যান্যরা।
জানা গেছে, উত্তরলক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর থেকে ধরমপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ঢালাই রাস্তার জন্য ১ কোটি ৬০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের খানপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে ছাতরাগাছি পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার কাজের জন্য বরাদ্দ করা হয়েছে ১ কোটি টাকা। এদিন এই দুটি ঢালাই রাস্তার কাজের সূচনা হওয়ায় খুশি মোথাবাড়ির বাসিন্দারা।