গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা
দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। এই ঘটনায় অভিযোগের তির ছাত্রীর গৃহশিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মানিকচক ব্লকের ধরমটোলা গ্রামে। মৃত ছাত্রীর নাম রাখি সাহা (১৮)। সে স্থানীয় মথুরাপুর বিএস হাইস্কুলের ছাত্রী। ঘটনার বিবরণে জানা গেছে যে বুধবার বিকেলে ছাত্রীটি গৃহশিক্ষকের কাছ থেকে ফিরে নিজের ঘরে ঢুকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ছাত্রীর মায়ের অভিযোগ যে বুধবার গৃহশিক্ষক বিকালে রাখিকে অন্যদের সঙ্গে না পড়িয়ে একাই পড়ানোর জন্য ডাকে। তাঁদের আশঙ্কা টিউশনে গিয়ে নিশ্চয়ই কিছু হয়েছে যার জন্য রাখি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। গৃহশিক্ষক শেখ ইমরান মানিকচকের ভুতনির বাসিন্দা হলেও বেশ কয়েকবছর থেকে সে মথুরাপুরে বাড়ি ভাড়া করে থাকেন গৃহশিক্ষকতা করার জন্য। ছাত্রীটির মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে রতুয়া থেকে গ্রেপ্তার করেছে। ধৃতকে আজ মালদা জেলা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন মুখ্য দায়রা বিচারক। পুলিশের অনুমান গৃহশিক্ষকের সঙ্গে ছাত্রীটির কোন প্রেমের সম্পর্ক ছিল যার কারণে এই পরিণতি।