কলাইয়ের জমিতে হামলা
জমিতে উৎপন্ন কলাই কেটে নিয়ে যাওয়ার প্রতিবাদ করায় ধারালো অস্ত্রের কোপে জখম হল দুই ভাই। আক্রান্তরা বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তরা পলাতক বলে জানিয়েছে পুলিশ। আজ সকালে মানিকচক থানার নাজিরপুর অঞ্চলের খয়েরতলা এলাকায় এই ঘটনা ঘটছে। আক্রান্তদের নাম, অজিত মণ্ডল (৫৬) ও বিরেন মণ্ডল (৪৫)। অভিযুক্ত ফুলচাঁদ মণ্ডল ও ছোটন মণ্ডল সহ আটজনের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সূত্র মারফত জানা যায় যে অজিত মণ্ডল এবং বিরেন মণ্ডলরা তাদের দুই বিঘা জমিতে কলাই চাষ করেছিলেন। অভিযোগ বৃহস্পতিবার সকালে ফুলচাঁদ মণ্ডল, ছোটন মণ্ডলরা দলবল নিয়ে সেই জমির কলাই কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অজিত ও বিরেন মণ্ডল সেই সময় বাঁধা দিতে গেলে তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান হয়। রক্তাক্ত অবস্থায় দুইজনকে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদেরকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। অজিত মণ্ডলের মাথায় এবং বিরেন মণ্ডলের বাম হাতে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিশ।