মাঝরাতে বৃদ্ধার বাড়ি পুড়িয়ে দিল মদ্যপরা
বয়স ৭০ হলেও মাথা নত করতে রাজি নন মানিকচকের এক বৃদ্ধা। বাড়ির সামনে মদ খাওয়ার প্রতিবাদ করেছিলেন তিনি। তাই রাগে প্রতিবাদী বৃদ্ধার বাড়ি পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। মানিকচক থানার এনায়েতপুর অঞ্চলের বগলাটোলা গ্রামের এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিবেশীরা। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
বগলাটোলা গ্রামে বসবাস করেন ৭০ বছরের নুরজেদা বেওয়া। স্বামীকে হারিয়েছেন দশ বছর আগে। তার ছেলে ভিনরাজ্যে কর্মরত। পুত্রবধূ ও তিন নাতি-নাতনিদের নিয়েই তাঁর অভাবের সংসার। বৃদ্ধার বসতবাড়ির সামনে গ্রামের মদ্যপ যুবকেরা প্রতিদিন মদের আসর বসায় বলে অভিযোগ। বুধবার তারই প্রতিবাদ করেছিলেন বৃদ্ধা। এই নিয়েই শুরু হয় বচসা। সেই সময়ের জন্য মদ্যপরা সেখান থেকে চলে গেলেও গভীর রাতে পুনরায় তারা ফিরে এসে বৃদ্ধার ঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। আগুন দেখে স্থানীয় প্রতিবেশীরা ছুটে এসে বৃদ্ধাকে উদ্ধার করে আগুন নেভায়। খবর দেওয়া হয় মানিকচক থানায়। শুধু বাড়ি পোড়ানো নয়, প্রতিবাদী বৃদ্ধাকে পুড়িয়ে মারার ছক কষেছিল দুষ্কৃতীরা, এমনটাই দাবি স্থানীয়দের।
মানিকচক থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনো অভিযুক্ত মদ্যপ যুবকদের খোঁজ পাওয়া যায়নি।
প্রতীকী ছবি সৌজন্যে পিক্স অ্যাবে।