অপর্যাপ্ত ট্র্যাফিক পরিসেবার জেরে মৃত্যুর অভিযোগ, অবরোধ স্থানীয়দের

সড়ক পারাপার করতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত সাইকেল আরোহী। ঘটনার পরই অপর্যাপ্ত ট্র্যাফিক ব্যবস্থা নিয়ে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। এলাকায় বিশাল যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে যানচলাচল স্বাভাবিক হয়। এদিন ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার মথুরাপুরের চৌরঙ্গী মোড় এলাকার মানিকচক-রতুয়া রাজ্য সড়কে।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মোহম্মদ ইয়াসিন। বয়স ৪৫ বছর। এনায়েতপুর অঞ্চলের শেখপুরা গ্রামের বাসিন্দা। মঙ্গলবার বিকেল নাগাদ মথুরাপুর চৌরঙ্গী মোড় এলাকায় সড়ক পারাপার করার সময় একটি ট্রাক তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইয়াসিনের।
ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে বন্ধ হয়ে যায় মানিকচক-রতুয়া রাজ্য সড়ক। ঘটনাস্থলে মানিকচক থানার পুলিশ পৌঁছালে জনতার বিক্ষোভের মুখে পড়ে। পরে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এলাকায় পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থার দাবি তুলেছেন।
ছবিটি প্রতীকী।