প্রচন্ড গরমে অসুস্থ ১৫ ছাত্রী

গত দুইদিন মালদা জেলায় প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। তাপপ্রবাহের ফলে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। এইরকম অবস্থায় শুক্রবার প্রচণ্ড গরমে বিদ্যালয় চলাকালীন অসুস্থ হয়ে পড়ে ১৫ জন ছাত্রী। ঘটনাটি ঘটেছে মানিকচক ব্লকের এনায়েতপুর ই এ হাইস্কুলে। ঘটনার পর অসুস্থ ছাত্রীদের মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ৮ জনকে ছেড়ে দেওয়া হলেও এখনো পর্যন্ত ৭ জন ছাত্রী মানিকচক হাসপাতালে চিকিৎসাধীন। ওই স্কুলের এক শিক্ষক জানিয়েছেন প্রচণ্ড গরমে প্রথমে একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে, তারপর ক্লাসের মধ্যেই একের পর এক আরো ১৪ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। ছাত্রীদের পরিবারের লোকেরাই তাদের মানিকচক হাসপাতালে নিয়ে যায়। অসুস্থদের মধ্যে চারজন গুরুতর অসুস্থ বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। তিনি বলেন অতিরিক্ত গরমের কারণে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে, যদিও তারা প্রত্যেকেই বিপদমুক্ত।