এটিএম জালিয়াতির তিন পাণ্ডা গ্রেফতার মানিকচকে
এটিএম জালিয়াতির তিন পাণ্ডাকে গ্রেফতার করল মানিকচক থানার পুলিশ। ধৃত যুবকদের হেপাজত থেকে ব্যাংকের জাল এটিএম কার্ড, বিভিন্ন ব্যাংকের সোয়াইপ মেশিন, বিভিন্ন ব্যাংকের পাস বই, চেক বই সহ দুটি ল্যাপটপ ও প্রিন্টার মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দীপক মণ্ডল, দীপঙ্কর পাল ও পাপ্পু মণ্ডল তিনজনের কলেজ পড়ুয়া। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে মানিকচকের ডোমহাট এলাকার দীপক মণ্ডলের বাড়িতে হানা দেয় মানিকচক থানার পুলিশ। সারা রাজ্য জুড়ে যে এটিএম জালিয়াতির ঘটনা ঘটে চলেছে, তার অনেকটাই সুরাহা হবে এই চক্র গ্রেফতারের পর এমনটাই মনে করছে মানিকচক থানার পুলিশ। ধৃত তিন পাণ্ডাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে এদিন জেলা আদালতে তোলা হয়েছে।
ভিডিয়োঃ কৃতাঙ্ক
5 views