গঙ্গায় ছাড়া হল নানান প্রজাতির ১২ হাজার মাছ
শুক্রবার মালদা জেলা মৎস্য দপ্তর ও মানিকচক ব্লক প্রশাসনের উদ্যোগে মানিকচকে গঙ্গা নদীর তীরে ছাড়া হল মাছ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী মৎস্য অধিকর্তা এন গোয়াল, মানিকচক ব্লক বিডিও সুরজিত পণ্ডিত, জেলাপরিষদ সদস্য সাবিনা ইয়াসমিন, মানিকচক পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ কর্মাধ্যক্ষ মহঃ আসাউদ জামান সহ বিভিন্ন সরকারি কর্তারা।
এন গোয়াল বলেন জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ও মানিকচক ব্লক প্রশাসনের সহযোগিতায় আজ মানিকচক ঘাটে ১২ হাজার মাছ গঙ্গা নদীতে ছাড়া হল। মাছগুলির মধ্যে রুই, কাতলা, বাটা সহ বিভিন্ন প্রজাতির মাছ ছাড়া হল।
প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মৎস্যজীবী ও জনসাধারণ।