মানিকচকের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬
মানিকচকের অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত আরও দুই জন। এখনও পর্যন্ত মোট ৬ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেলে চিকিৎসাধীন ৩ জন। এই ঘটনায় মূল অভিযুক্তর স্ত্রীকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে।
উল্লেখ্য, গত পরশু রাতে মানিকচকের মদনটোলা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ভাইয়ের বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে পেট্রোল ঢেলে বাড়িতে আগুন লাগিয়ে দেয় মাখন মণ্ডল। অগ্নিদগ্ধ হন বাড়ির সকলে। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে অগ্নিদগ্ধদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁদের মালদা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শুভশ্রী মণ্ডলের। পরে মালদা মেডিকেলে পিয়া মণ্ডল, বিকাশ মণ্ডল ও গোবিন্দ মণ্ডলের মৃত্যু হয়। গতকাল রাতে মৃত্যু হয় আরও দুই জনের। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৬ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তিনজন।
মানিকচক থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে মূল অভিযুক্ত মাখন মণ্ডলের স্ত্রীকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে। মূল অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
Tags: