মানিকচক শিক্ষানিকেতনে চালু হল ডিজিট্যাল ক্লাসরুম
যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হচ্ছে বর্তমান শিক্ষাব্যবস্থাকেও। চিরাচরিত বই ব্ল্যাকবোর্ড-এর বদলে এসেছে তথ্য ও প্রযুক্তিগত ব্যবস্থা। পশ্চিমবঙ্গের বেশ কিছু বিদ্যালয়ে চালু হয়েছে ডিজিট্যাল ক্লাসরুম। এবারে মালদা জেলাতেও শুরু হল ডিজিট্যাল ক্লাসরুম ব্যবস্থা। জেলার মানিকচক শিক্ষানিকেতন বিদ্যালয়ে বুধবার চালু হল ডিজিট্যাল ক্লাসরুম। এই ক্লাসরুমের উদ্বোধন করেন মানিকচক ১ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মুস্তাফিজুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিভূষণ পাঠক বলেন, জেলায় সরকার পোষিত স্কুলগুলির মধ্যে তারাই প্রথম এই ডিজিট্যাল ক্লাসরুম চালু করলেন। তিনি বলেন, এদিন থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ক্লাস ডিজিট্যাল হল। পরে সব ক্লাস করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের কাছ থেকে তারা দুটি ডিসপ্লে বোর্ড পেয়েছেন। বাকি আনুষঙ্গিক খরচ পড়েছে প্রায় ৫০ হাজার টাকা। এর মধ্যে আছে মূল অপারেটিং মেশিন, সিলেবাস ও পাঠক্রম ডিজিটালাইজেশন করার খরচ ও শিক্ষকদের ট্রেনিং ইত্যাদি। ইতিমধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণির সিলেবাস ডিজিটালাইজেশন করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি আরও বলেন যে বর্তমানে বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ১,২৫০ শিক্ষার্থীর মধ্যে ষষ্ঠ শ্রেণির ১৬০ জন ও সপ্তম শ্রেণির ২১০ জন শিক্ষার্থী এখন ডিজিট্যাল বোর্ডে সিনেমার মত দেখে ও শুনে পড়াশুনো করবে। এই ব্যবস্থা শিক্ষার্থীদের আরও বিদ্যালয়মুখি করে তুলবে বলে মনে করেন অবর পরিদর্শক। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।