মদ খেতে বারণ করায় স্ত্রীর মাথায় বাঁশের আঘাত
মদ খাওয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে বাঁশ দিয়ে মাথা ফাটানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। আক্রান্ত মহিলা আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক।
মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে স্ত্রীকে গালিগালাজ করে
স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ বছর আগে সৌরভি সিংহের সঙ্গে হবিবপুর থানার মঙ্গলপুরার বাসিন্দা অরুণ সিংয়ের বিয়ে হয়। তাঁদের দুটি কন্যা সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই অরুণ মদ খেয়ে মাঝেমধ্যেই স্ত্রীকে মারধর করত। গতকাল অরুণ মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে স্ত্রীকে গালিগালাজ করে। সৌরভি প্রতিবাদ করতেই বাঁশ দিয়ে মাথায় আঘাত করে অরুণ। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সৌরভি। পরিবারের লোকেরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বুলবুলচন্ডী স্বাস্থ্যকেন্দ্রে পরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। বর্তমানে মালদা মেডিকেলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক।
অভিযুক্তর মা উলাশি সিং জানান, মাঝেমধ্যেই তাঁর ছেলে মদ খেয়ে স্ত্রীকে মারধর করত। বারবার বলা সত্ত্বেও কোনও লাভ হয়নি। গতকালও সেই ঘটনা ঘটেছিল। মদ্যপ অবস্থায় সৌরভিকে গালিগালাজ করছিল অরুণ। প্রতিবাদ করতেই বাঁশ দিয়ে সৌরভির মাথায় আঘাত করে অরুণ।