বর্শা নিক্ষেপ করে রাজ্য ওপেন মিটে প্রথম মামনি
বাবা রাজমিস্ত্রির কাজ করেন, মা একজন সাধারণ গৃহবধূ। দুই দিদির বিয়ে হয়ে গেছে। দাদা শ্রমিকের কাজ করে উপার্জন করে। অভাবের সংসার কোনোরকমে কষ্টেসৃষ্টে চলে। ঘরে যাদের নুন আনতে পান্তা ফুরায়, সেই পরিবারের ছোটো মেয়ের বর্শা নিক্ষেপের প্রশিক্ষণ নেওয়া বড়ই কষ্টসাধ্য ব্যাপার। অথচ সেই মেয়েই রাজ্য প্রতিযোগিতায় রেকর্ড করে অসাধ্য সাধন করে মালদা জেলার নাম উজ্জ্বল করেছে।
ইংরেজবাজার থানার ফুলবাড়িয়া গ্রামের মেয়ে মামনি ঘোষ। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ৬৭ তম রাজ্য ওপেন মিটে ৩৪.৮৩ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছে।
নঘরিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মামনির এটা রাজ্য রেকর্ড।

তার প্রশিক্ষক তথা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক পুলক ঝাঁ বলেন, খুব অভাবের মধ্যে থেকেও মনের ইচ্ছাশক্তির জেরে সে এই সফলতা পেয়েছে। মামনি বিদ্যালয়ের তথা মালদা জেলার গর্ব। ইতিমধ্যে জেলা ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর মামনিকে সম্বর্ধনা জানানোর পরিকল্পনা গ্রহণ করেছে।
68 views