মানসিক ভারসাম্যহীনকে ধর্ষণ ওল্ড মালদায়
ধর্ষকের যৌন লালসা থেকে বাদ পড়লেন না মানসিক ভারসাম্যহীন গৃহবধূও৷ এই অভিযোগ উঠেছে পুরাতন মালদা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে৷ অভিযুক্ত ব্যক্তির বয়স ৫৫ বছর৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ৷ গোটা ঘটনায় এদিন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই বধূ৷
বছর পঁচিশের ওই বধূর স্বামী পেশায় শ্রমিক৷ বর্তমানে ভিনরাজ্যে রয়েছেন তিনি৷ তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে৷ নির্যাতিতার দিদি এদিন জানান, গত সোমবার বিকেলে তাঁর বোন ছেলেকে নিয়ে ঘরেই ছিল৷ সেই সময় বোনের এক প্রতিবেশী, ৫৫ বছরের গৌতম শীল তাদের বাড়িতে যায়৷ সে তাঁর বোনকে বলে, তার স্বামী ভিন রাজ্য থেকে ফোন করেছে৷ সে তার সঙ্গে কথা বলতে চায়৷ সেকথা বলে সে তাঁর বোনকে একটি নির্মীয়মাণ বাড়ির ফাঁকা ঘরে ডেকে নিয়ে যায়৷ সেখানেই গৌতম তার বোনকে ধর্ষণ করে৷ সেই দৃশ্য দেখে ফেলে এলাকার এক কিশোরী৷ সে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে৷ তার চিৎকারে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে গৌতম সেখান থেকে পালিয়ে যায়৷ এই ঘটনা নিয়ে তাঁরা গতকাল এলাকায় সালিশি সভা ডাকেন৷ কিন্তু গৌতম সেই সভায় উপস্থিত হয়নি৷ এদিন তাঁর বোন স্থানীয় মঙ্গলবাড়ি পুলিশ ফাঁড়িতে গৌতমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে৷ তবে গৌতম এলাকা ছেড়ে পালিয়েছে। পুলিশ তার বাড়িতে যায়৷ কিন্তু গৌতমকে পাওয়া যায়নি৷ মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ জানিয়েছে, নির্যাতিতা বধূর শারীরিক পরীক্ষার জন্য এদিন তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়েছে। তার খোঁজে তল্লাশি চলছে।
ছবিটি প্রতীকী।
Tags: