ধর্ষণে বাধা, মহিলা সহ ছেলেকে মারধর
ধর্ষণে বাধা পেয়ে এক মহিলাকে মারধরের অভিযোগ উঠল হবিবপুরে৷ নির্যাতিতা মহিলা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন৷ এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে হবিবপুরের বরই গ্রামে৷
জানা গেছে, হবিবপুর এলাকায় দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করেন ওই মহিলা৷ স্বামী ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন৷ অভিযোগ, গতকাল রাতে স্থানীয় এক যুবক উজ্জ্বল বর্মন মদ্যপ অবস্থায় ওই মহিলার বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে৷ ধর্ষণে বাধা পেয়ে ওই মহিলাকে মারধর করে উজ্জ্বল৷ মাকে বাঁচাতে ছুটে আসে একমাত্র ছেলে৷ মারধর করা হয় তাকেও৷ স্থানীয় বাসিন্দারা ওই মহিলাকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভর্তি করেন৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি৷
হবিবপুর থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযোগ দায়ের হয়নি৷ অভিযোগ পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে৷
প্রতীকী ছবি।