মালদায় শুরু হয়েছে লিটল ম্যাগাজিন মেলা
লিটল ম্যাগাজিন আসলে বোবা যুদ্ধ। প্রতিনিয়ত তার পথ চলা সাহিত্য সমাজকে নতুনভাবে দীক্ষিত করার জন্য। লিটল ম্যাগাজিন একটা দর্শন বিজ্ঞান। আত্মপ্রচার নয়, আত্মপ্রকাশই তার ধর্ম। সে পুরস্কারে নয়, তিরস্কারেই তৃপ্ত। বাংলা ভাষায় প্রায় দেড় হাজার লিটল ম্যাগাজিন প্রকাশিত হয়। মালদা লিটল ম্যাগাজিন মেলা সেই সমস্ত লিটল ম্যাগাজিনকে সম্মান জানিয়ে তাঁদের একত্রিত করেছে।
মালদা লিটল ম্যাগাজিন মেলা ২০১৮
শনিবার থেকে মালদা শহরে প্রথমবার একদম নিজস্ব উদ্যোগে দুইদিনের এই লিটল ম্যাগাজিনের মিলন প্রদর্শনী শুরু হয়েছে মালদা জেলা গ্রন্থাগারে। মণীন্দ্র গুপ্ত মঞ্চে টবে ফুলগাছ লাগিয়ে এই মেলার উদ্বোধন করেন বিশিষ্ট কবি ও লেখক অরুণকুমার চক্রবর্তী। উপস্থিত ছিলেন কবি বিজয় দে, প্রশান্ত গুহমজুমদার, তৃপ্তি সান্ত্রা। মেলা কমিটির পক্ষে সূচনা বক্তৃতা দেন তন্ময় বসাক। শনিবারের অনুষ্ঠান সূচির অন্যতম ছিল বিভিন্ন কবিদের কবিতাপাঠ ও 'কবি লিটল ম্যাগাজিনের নাকি লিটল ম্যাগাজিন কবির'— শীর্ষক আলোচনা। ছিল গল্প পাঠের আসর। এছাড়াও বিকেলে থাকছে মালদা শিল্পী সংসদ আয়োজিত জীবনানন্দ জন্মজয়ন্তী উদযাপন।
দ্বিতীয়দিন, রবিবারের অনুষ্ঠান সূচির বিষয় হল বই উদ্বোধন, কবিতা পাঠ, 'বাংলা প্রবন্ধে পাঠকের প্রাপ্তি' - বিষয়ক আলোচনা বাসর, বাংলা অনুবাদ সাহিত্য সংক্রান্ত আড্ডা। এই লিটল ম্যাগাজিন মেলায় মালদা জেলা ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রকাশিত ১৯টি লিটল ম্যাগাজিন অংশগ্রহণ করেছে।