কোর্ট স্টেশনে রেলকর্তাদের উদাসীনতায় নাকাল ডেইলি প্যাসেঞ্জার
সাত সকালে রেলযাত্রীদের বিক্ষোভে উত্তেজনা ছড়াল মালদা কোর্ট স্টেশনে। নিত্যদিনের রেলযাত্রীদের রোষানলে বিপদ হতে পারে এই কথা বুঝতে পেরেই স্টেশন ছেড়ে পালান স্টেশন মাস্টার। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল পুলিশ।
জানা গিয়েছে, এদিন ইঞ্জিল বিকল হওয়ায় প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে মালদা কোর্ট স্টেশনে দাঁড়িয়ে পড়ে ৭৫৭১৯ আপ মালদা কোর্ট-শিলিগুড়ি ডিএমইউ ট্রেনটি। যাত্রীদের অভিযোগ, প্রায় প্রতিদিনই এই ঘটনার ভুক্তভোগী তাঁরা। এই বিষয়টি তাঁরা বারবার স্টেশন মাস্টারকে জানিয়েছেন। আজ ইঞ্জিন বিকল। কাল পাওয়ার নেই। এসব অজুহাত দিয়ে পরিস্থিতি সামাল দেন তিনি।
সোমবার সকালে ছাড়ার কথা ছিল ট্রেনটি। কিন্তু সাড়ে নটা বেজে গেলও ছাড়া হয়নি ট্রেন। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। স্টেশন চত্বরে চরম বিক্ষোভ দেখান তাঁরা। রেলযাত্রীরা এই ট্রেনে চেপেই কর্মস্থলে যান। তাঁদের কর্মস্থলে পৌঁছানোর একমাত্র ভরসা এই ট্রেনটি। কিন্তু গত কয়েকদিন ধরে রেলের এনএফ ডিভিশনের কর্তাদের উদাসীনতার জন্য নিত্য যাত্রীরা নিজেদের কর্মস্থলে যেতে পারছেন না। বিষয়টি রেল কর্তাদের জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যাত্রীদের বিক্ষোভের রোষ থেকে বাঁচতে স্টেশন ছেড়ে পালিয়েছেন স্টেশন মাস্টার।