জেলা প্রশাসনিক ভবনে শিকেয় আগুন বিধি
জেলা প্রশাসনিক ভবনে বর্তমানে কোনও অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই। জতুগৃহের চেহারা নিয়েছে গোটা বিল্ডিংটি। প্রতিটি তলে খান কতক ফায়ার এক্সটিনগুইজার আছে বটে, কিন্তু সেসবই মেয়াদ উত্তীর্ণ। উপরন্তু এক্সটিনগুইজারগুলিকে ঘিরে রেখেছে বিদ্যুতের তার। পরিস্থিতি যে ভয়াবহ, তা কিন্তু অজানা নয় প্রশাসনিক কর্তাদের। কিন্তু তাঁদের কোনও হেলদোল নেই বলে অভিযোগ ওই ভবনে কর্মরত সরকারি কর্মীদের একাংশের।
গত বছরের ১২ জুলাই ওই যন্ত্রগুলিতে শেষবারের মতো ফোম ভরা হয়েছিল। যন্ত্রগুলিকে পেঁচিয়ে রেখেছে বৈদ্যুতিক তারের জাল।
প্রশাসনিক ভবনের বেশ কয়েকজন কর্মী জানালেন, এই যন্ত্রগুলিকে কখনই ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না। বেসরকারি এক সংস্থাকে দায়িত্ব দিয়েই খালাস প্রশাসনিক কর্তারা। কোনও কারণে আগুন লাগলে স্থানীয়ভাবে তা নেভানোর জন্য জলের ব্যবস্থাও যথাযথ নয়। গোটা ভবনেই নেই ওয়াটার স্পিন্টার ব্যবস্থা। ফলে এই মুহূর্তে প্রশাসনিক ভবনকে জতুগৃহ বললে অত্যুক্তি হয়না। এদিন সকালে প্রশাসনিক ভবনে লাগানো অগ্নি নির্বাপন যন্ত্রগুলি লক্ষ্য করে দেখা যায়, গত ১১ জুলাই সেসবের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। গত বছরের ১২ জুলাই ওই যন্ত্রগুলিতে শেষবারের মতো ফোম ভরা হয়েছিল। যন্ত্রগুলিকে পেঁচিয়ে রেখেছে বৈদ্যুতিক তারের জাল।
প্রশাসনিক ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা যে পর্যাপ্ত নয় তা মেনে নিয়েছেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) পদম সুনম। তিনি বলেন, বিষয়টি নিয়ে সম্প্রতি তাঁদের আলোচনা হয়েছে। অগ্নি নির্বাপন যন্ত্রগুলিতে দ্রুত ফোম ভরা হবে।