জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার এক দিনের ঝটিকা সফরে এসে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। রবিবার রাতে তিনি সড়কপথে মালদা আসেন ও গৌড় ভবনে রাত্রিযাপন করেন। তিন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে একপ্রস্থ আলোচনার পর মুখ্যমন্ত্রী দুপুর ১২টায় তিনি সড়কপথে মালদা জেলার গাজোল ব্লকের পাঁচপাড়া, আহোরা, মশালদিঘি ও ময়না গ্রামগুলির বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এরপরে তিনি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার অন্তর্গত দুটি বন্যা কবলিত গ্রাম ঘুরে দেখেন। পরে তিনি পুনরায় গাজোল ফিরে এসে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে যান। সেখানে বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখার পর মালদায় গৌড় ভবনে ফিরে এসে আবার একটি প্রশাসনিক বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, মুখ্য সচিব মলয় দে, স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য, বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব সুরেশ সহায়, রাজ্য পুলিশের মহানির্দেশক সুরজিৎ কর পুরকায়স্থ ও তিন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারগণ। পরে সাংবাদিক বৈঠক শেষে সড়কপথে মুর্শিদাবাদ জেলার উদ্দেশ্যে রওয়ানা হন।
মালদায় প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Tags:
6 views