মালদা বইমেলা ১৭ জানুয়ারি থেকে
আগামী বছর ১৭ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি ২০১৮ মালদা কলেজ প্রাঙ্গণেই ২৯তম মালদা জেলা বইমেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বইমেলা কমিটির পক্ষ থেকে এখবর জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার ও জনশিক্ষা দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি উপস্থিত থাকবেন বলে জানা গেছে। তবে বিশেষ অতিথির আসনে কে অলংকৃত করবেন তা এখনও ঠিক হয়নি। সিস্টার নিবেদিতা-র ১৫০তম জন্মদিবস উপলক্ষ্যে মূল সাংস্কৃতিক মঞ্চের নামকরণ করা হবে নিবেদিতা মঞ্চ। দ্বিতীয় আলোচনা মঞ্চটি জেলার ইতিহাস অনুসন্ধিৎসু ব্যক্তি প্রয়াত কমল বসাকের নাম নামাঙ্কিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রদর্শনীতে মালদা জেলার পর্যটন সংক্রান্ত বিষয় প্রদর্শিত করা হবে। এবারে বইমেলার মূল থিম ‘পরিচ্ছন্ন মালদা’। বইমেলার প্রবেশমূল্য ধার্য করা হয়েছে জনপ্রতি ৫ টাকা।