নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে লরি

হাটে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন ২০ জন হাট ব্যবসায়ী৷ এদিন সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার কুশিদার কাছে৷ আহতদের মধ্যে ১৫ জনকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷
প্রতি মঙ্গলবার কুশিদা এলাকায় রতনপুরে হাট বসে৷ বেশ বড়ো হাট সেটি৷ সেখানেই যাচ্ছিলেন কালিয়াচকের আলিপুর গ্রামের ২০ জন বস্ত্র ব্যবসায়ী৷ তাঁরা একটি লরি ভাড়া করে হাটে যাচ্ছিলেন৷ গোবরাহাট থেকে কুশিদা যাওয়ার পথে তাঁদের লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি নয়ানজুলিতে পড়ে যায়৷ তা দেখতে পেয়ে স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে যান৷ তাঁরাই আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান৷ সেখানকার চিকিৎসকরা ১৫ জনকে মালদা মেডিক্যাল কলেজে রেফার করেন৷ মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ৷