পাঞ্চজন্যর বর্ষবরণে লোপামুদ্রা
বাংলা নববর্ষ বাঙালির জীবনে আনে নবজাগরণ। কিন্তু এই বাংলা নববর্ষের রেষ বাঙালি ধরে রাখে দোকানে দোকানে হালখাতা থেকে মিষ্টিমুখ করা পর্যন্ত। সেই বাংলা নববর্ষের রেষকে ধরে রাখতে প্রতিবারের ন্যায় এবারও ইংরেজবাজার পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার তথা পাঞ্চজন্যে-র সম্পাদক রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ও বর্তমান কাউন্সিলার সুমিতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অনুষ্ঠিত হল এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, ইংরেজবাজার পুরসভার উপ-পুরাধ্যক্ষ দুলাল সরকার, অধ্যাপক শক্তিপদ পাত্র সহ প্রমুখ ব্যক্তিবর্গেরা। সপ্তম বর্ষে পাঞ্চজন্যর উদ্যোগে এই মহতী অনুষ্ঠানে অতিথিদের সমাবেশে যেমন বসেছিল চাঁদের হাট, ঠিক তেমনি দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাংলা নববর্ষ ১৪২৫ শুভারম্ভের দিনে প্রভাতফেরির মধ্যে দিয়েই অনুষ্ঠানের শুভ সূচনা করেন ৫নং ওয়ার্ডের প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর। ২৫ ও ২৬ শে এপ্রিল, এই দুই দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ কালজয়ী শিল্পী লোপামুদ্রার কণ্ঠের অনবদ্য সঙ্গীত, যা শোনার জন্য হাজার হাজার মানুষের সমাগমে ভরে উঠেছিল ইয়ুথ ক্লাব প্রাঙ্গণ।
পাঞ্চজন্যের সম্পাদক রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় জানান, ক্ষুদ্র পরিসরে গড়ে ওঠা পাঞ্চজন্য আজ সাধারণ মানুষের সহযোগিতায় ও আশীর্বাদে প্রায় বটবৃক্ষ হয়ে উঠেছে। বিন্দু থেকে যে সিন্ধু তৈরি হয়, তা ফের প্রমাণ করে দিয়েছেন মালদাবাসী। বাংলা নববর্ষকে একদিনের গণ্ডিতে না বেঁধে জীবনের প্রতিটি মুহূর্তে উপভোগ করে এইরকম সাংস্কৃতিক সন্ধ্যা মালদাবাসীকে উপহার দিতে পেরে আমরা ধন্য ও কৃতজ্ঞ।
ভিডিয়োঃ কৃতাঙ্ক #Panchajanya