আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত ২
পুলকারের ধাক্কায় মৃত ২ আহত ২। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার যদুপুর বাঁধরোড বাজারপাড়া সংলগ্ন এলাকায়। আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। উত্তেজিত জনতা গাড়িটিতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিশবাহিনী। আগুন নেভাতে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়।
উত্তেজিত জনতা গাড়িটিতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়
মৃত যুবতির নাম আসমিরা বিবি (২৫)৷ গুরুতর আহত হয়েছে আসমিরা বিবির ছেলে আসিফ মেহেবুব (৫), দাদার মেয়ে জাসমিন (৬) ও তাঁর মা নার্গিস বিবি৷ জানা গেছে, আজমিরা বিবি ও তাঁর বাড়ির সদস্যরা একটি অনুষ্ঠান উপলক্ষ্যে আমন্ত্রণ করতে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় পিছন দিক থেকে আসা একটি পুলকার তাঁদের ধাক্কা মারে। চারজনই গুরুতর আহত হয়। স্থানীয় লোকজনরা তড়িঘড়ি তাঁদেরকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা আজমিরা বিবিকে মৃত ঘোষণা করে। বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়। পথে মৃত্যু হয় নার্গিস বিবির। পুলকারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ।