হবিবপুরে ৬ মাথায় পূজিত দেব সেনাপতি
কার্তিক পূজা নিয়ে ব্যাপক উন্মাদনা হবিবপুর থানার ঋষিপুর অঞ্চলের দক্ষিণ চাঁদপুর গ্রামে। ৬০ বছরের এই পুজো ষড়ানন কার্তিক বলেই পরিচিত। জানা গিয়েছে, গত ৬০ বছর আগে এলাকারই কয়েকজন মনস্কামনা পূর্ণ হওয়ার পর কার্তিক পূজা শুরু করেন। এই কার্তিকের ৬টি মাথা এবং ৬টি হাত। নিশি রাতে পুজো করা হয় এই প্রতিমার। প্রতিবছর যাঁদের মনস্কামনা পূর্ণ হয় তাঁরাই প্রতিমা দান করেন মন্দিরে। এই বছর প্রায় ৪০টি মাটির প্রতিমা ভক্তরা সেখানে দান করেছেন। সেই প্রতিমাগুলিকেও পুজো করা হচ্ছে।
মন্দিরের পুরোহিত শিবানন্দ শর্মা জানান, একসময় অসুররা স্বর্গ রাজ্য দখল করেছিল। সেই সময় দেবতারা স্বর্গ থেকে পালিয়ে গিয়েছিলেন। দৈববাণী হয়েছিল শিব ও পার্বতীর যে সন্তান হবে, সেই সন্তানই অসুরদের বধ করবে। এরপর কার্তিকের জন্ম হয়। এরপর ৬জন ঋষি বিভিন্নভাবে লালন পালন করতে চেয়েছিল তাঁকে। সেই সময় ষড়ানন রূপে কার্তিক তাঁদের মনস্কামনা পূর্ণ করে। ৬ মাথা যুক্ত সেই রূপকে ষড়ানন রূপে পূজা করা হয়। সেই আদলে ছটি মাথা যুক্ত কার্তিক প্রতিমা পূজা করে আসছেন দক্ষিণ চাঁদপুরের গ্রামবাসীরা। এই পূজা উপলক্ষে বিশাল মেলাও বসে সেখানে।