কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে সচেতন করতে রাস্তায় নামল ট্যাবলো
মাননীয়া মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী এখন বিশ্বশ্রী। তাই এই প্রকল্পে আরও বেশি জোর দিচ্ছে রাজ্য সরকার। আরও বেশি ছাত্রীকে এই প্রকল্পে নিয়ে আসতে রাজ্য জুড়ে শুরু হয়েছে তৎপরতা। পিছিয়ে নেই মালদা জেলা প্রশাসনও। আগামী ২৫ জুলাই গোটা রাজ্যের প্রতিটি জেলায় পালিত হবে কন্যাশ্রী দিবস। সেই দিনটিকে সামনে রেখে ও সাধারণ মানুষকে সচেতন করতে এদিন মালদায় দুটি কন্যাশ্রী ট্যাবলোর যাত্রা শুরু করল জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রীর স্বপ্নকে সার্থক করতে এদিন ময়দানে নেমে পড়লেন জেলা প্রশাসনের সমস্ত আধিকারিকরা।

এদিন প্রশাসনিক ভবন চত্বরে ট্যাবলোদুটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন তিন অতিরিক্ত জেলাশাসক আর ভিমলা, দেবতোষ মণ্ডল, মলয় মুখোপাধ্যায়, সদর মহকুমাশাসক এন সৈয়দ সহ প্রশাসনের সমস্ত স্তরের আমলারা।
ট্যাবলোর উদ্বোধন করে জেলাশাসক বলেন, কন্যাশ্রী মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। এখন এই প্রকল্প বিশ্বশ্রী। আরও বেশি সংখ্যক পড়ুয়াকে এই প্রকল্পের অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এই প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এদিন তাঁরা দুটি ট্যাবলোর উদ্বোধন করেছেন। আগামী ২৫ জুলাই পর্যন্ত জেলার প্রতিটি ব্লকে এই ট্যাবলো দুটি কন্যাশ্রী প্রকল্প নিয়ে সাধারণ মানুষকে সচেতন করবে।
9 views