কালিয়াচকে ভয়াবহ আগুনে ভস্মীভূত তিনটি বাড়ি
ভয়াবহ আগুনে ভস্মীভূত হল তিনটি বাড়ি। এদিন সকালে কালিয়াচক ২ ব্লকের বাঙ্গীটোলার সাকুল্লাপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই।
জানা গেছে, সাকুল্লাপুরে সোনারাম মণ্ডলের বাড়ির রান্নাঘর থেকে আগুনের উৎপত্তি। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। বাড়ি ফিরে সোনারাম মণ্ডলের স্ত্রী দেখেন তাঁদের ঘরে আগুন ধরেছে। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হননি। সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দুটি বাড়িতে। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে যান পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস।
টিঙ্কু সাহেব জানান, আগুনের খবর পেয়েই তিনি ঘটনাস্থলে চলে আসেন। স্থানীয়দের সহযোগিতায় দমকলকর্মীরা আগুন নিভিয়েছেন। তবে তিনটি বাড়ির সমস্ত সামগ্রী পুড়ে গিয়েছে। আপাতত পঞ্চায়েতের পক্ষ থেকে ওই পরিবারগুলিকে চাল দেওয়া হয়েছে। সমস্ত ঘটনা তিনি বিডিওকে জানিয়েছেন। বিডিওর প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনাগ্রস্তদের যথা সম্ভব সাহায্য করা হবে।