মিড-ডে মিলে পোকা ধরা চাল দিয়ে রান্না
প্রাথমিক স্কুল পরিদর্শন করেই চক্ষু চড়কগাছ। রীতিমতো পোকা ধরা চাল দিয়ে খাওয়ানো হচ্ছে মিড-ডে মিল। এনিয়ে ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষকে কঠোর বার্তা দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি।
কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি নতুন চক্রের বেশ কয়েকটি প্রাথমিক স্কুল পরিদর্শন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি টিংকু রহমান বিশ্বাস ও পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আবদুল মজিদ। স্কুল পরিদর্শন করে টিংকু সাহেব জানান, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলে পড়ুয়াদের যে খাবার দেওয়া হচ্ছে তা গোরু-ছাগলেরও খাওয়ার অযোগ্য৷ প্রতিটি স্কুলে স্বাস্থ্য সম্মত খাবার দেওয়ার কথা, কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করেই নিম্নমানের খাবার শিশুদের খাওয়ানো হচ্ছে। মিড-ডে মিলের খাবার উন্নত মানের না হলে তাঁরা পদক্ষেপ নেবেন। বেশ কিছু স্কুলে শিক্ষকরা নিয়ম মত আসেন না। স্কুলে ঠিকমত পঠন পাঠন হয়না। বেশ কিছু স্কুলে জাতীয় সংগীত কী শিশুরা সেটাই জানে না। স্কুলে এখনও দালালরাজ চলছে। তাঁরা এটা কিছুতেই চলতে দেবেন না।

মিড-ডে মিল নিয়ে অভিযোগ এসেছে অভিভাবকদের তরফেও। এক অভিভাবক জানান, মিড-ডে মিলে কোনও একদিন তাঁর মেয়ে একটি ডিম পেয়েছিল। তারপর থেকে রোজ ভাত আর সয়াবিনের সবজি। ভাতে মাঝেমধ্যেই চোখে পড়ে পোকা।
এবিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি আশিস কুণ্ডুর জানান, বিষয়টি তাঁর জানা ছিল না৷ এনিয়ে তিনি খোঁজখবর নেবেন৷