৩৪৫টি ২ হাজার টাকার জাল নোট উদ্ধার
ফের বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হল মালদায়। শনিবার গভীর রাতে বৈষ্ণবনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের চুরি অনন্তপুর গ্রামে। শনিবার রাতে বিএসএফ-এর ২৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা সেই গ্রাম থেকে ৬ লক্ষ ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে।

বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, শনিবার তারা নিজস্ব সূত্রে খবর পায়, সেই রাতেই বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ জাল নোট ভারতে পাচার করা হবে। সেই খবর পেয়েই সীমান্তের কাঁটাতারের বেড়ার ধারে জাল পাতে সীমান্তরক্ষী বাহিনী। বাঁশঝাড়ের মধ্যে লুকিয়ে সীমান্তে নজর রাখতে শুরু করেন স্পেশাল টিমের জওয়ানরা। রাত পৌনে ১২টা নাগাদ তাঁরা লক্ষ্য করেন, ভারতের দিক থেকে এক ব্যক্তি সীমান্তের দিকে যাচ্ছে। ঠিক সেই সময় সীমান্তের ওপার থেকে এক বাংলাদেশি পাচারকারী দুটি প্যাকেট এপারে ছুঁড়ে দেয়। তখনই বিএসএফ জওয়ানরা ভারতীয় ওই ব্যক্তিকে তাড়া করেন। কিন্তু অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় সে। পালিয়ে যায় বাংলাদেশি ওই পাচারকারীও। জওয়ানরা ঘটনাস্থল থেকে দুটি প্যাকেট উদ্ধার করেন। একটি প্যাকেট ছিল স্বচ্ছ প্লাস্টিক মোড়ানো, দ্বিতীয়টি সাইকেলের সিটকভার। ওই দুটি প্যাকেট থেকে ৩৪৫টি ভারতীয় ২ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। বিএসএফ-এর পক্ষ থেকে উদ্ধার হওয়া ৬ লক্ষ ৯০ হাজার টাকার জাল নোট এদিন কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় কে বা কারা জড়িত, তা জানার চেষ্টা করছে বিএসএফ ও পুলিশ।