বাঁশ কেন ঝাড়ে! ভাইপো-জ্যাঠার লড়াই
অনুমতি ছাড়াই বাঁশ কাটার প্রতিবাদ করে জ্যেঠার হাতে আক্রান্ত হলেন ভাইপো৷ ছেলেকে বাঁচাতে গিয়ে ভাসুরের হাতে আক্রান্ত হয়েছে মা’ও। এই ঘটনায় ৫ জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে৷ তবে ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্তরা৷ তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার চর বাবুপুর এলাকায়৷

আক্রান্ত রাজেশ শেখ, ২৩ বর্ষীয় কৃষিশ্রমিক৷ বাবুপুর গ্রামে বসবাস তাঁদের। সম্প্রতি জ্যেঠাদের সঙ্গে তাঁদের সম্পত্তি ভাগাভাগি হয়ে যায়৷ অভিযোগ, এদিন সকালে রাজেশের জ্যেঠা মনসুর শেখ তাঁদের দখলে থাকা একটি বাঁশঝাড় থেকে বাঁশ কাটছিলেন৷ তাঁদের অনুমতি ছাড়াই বাঁশ কাটায় রাজেশ প্রতিবাদ করেন৷ তা নিয়ে শুরু হয় বচসা৷ চিত্কার-চ্যাঁচামেচিতে ঘর থেকে বেরিয়ে আসেন দুই পরিবারের সদস্যরাই৷ রাজেশের বক্তব্য, বচসা চলাকালীনই তাঁর জ্যেঠা হাতে থাকা দা নিয়ে তাঁর উপর হামলা চালান৷ তাঁর মাথায় দায়ের কোপ মারেন৷ তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর মা। জ্যেঠা ও তাঁর বাড়ির লোকজন তাঁর মাকেও মারধর করেন।
পরিবার ও গ্রামবাসীদের হস্তক্ষেপে রাজেশ ও তাঁর মা সাকিলা বিবি প্রাণে বাঁচেন৷ তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে৷ এই ঘটনায় তাঁর পরিবারের লোকজন জ্যেঠা মনসুর শেখ সহ তাঁর পরিবারের ৫ জনের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ কালিয়াচক থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে৷ তবে পলাতক অভিযুক্তদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ তাদের খোঁজ চলছে৷
প্রতীকী ছবি সৌজন্যে পিক্স অ্যাবে।