দুই লক্ষ টাকার ২ হাজার টাকার জাল নোট উদ্ধার
ফের বিপুল পরিমাণ জাল নোট উদ্ধারের ঘটনা ঘটল মালদা জেলায়। রবিবার গভীর রাতে বৈষ্ণবনগর থানার সবদলপুর এলাকা থেকে ১ লক্ষ ৯৪ হাজার টাকার জাল নোট বাজেয়াপ্ত করে বিএসএফ-এর ২৪ নম্বর ব্যাটেলিয়ন। যদিও অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যায় এক পাচারকারী। বিএসএফ-এর পক্ষ থেকে এদিন উদ্ধার হওয়া জাল নোটগুলি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

বিএসএফ-এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি আরপিএস জয়সওয়াল জানিয়েছেন, গোপন সূত্রে গতকাল রাতে খবর পাওয়া যায়, রাতে বৈষ্ণবনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সবদলপুর গ্রাম দিয়ে বড়ো মাত্রায় জাল নোট পাচার করা হবে। সেই খবর পেয়েই কুম্ভীরা কামাত গ্রাম থেকে গোলাপগঞ্জগামী লিংক রোডে জাল পাতেন জওয়ানরা। রাত সাড়ে ১১টা নাগাদ কামাত গ্রাম থেকে এক সন্দেহভাজনকে মোটরবাইক নিয়ে আসতে দেখা যায়। তাকে ধরার আগেই সে বিএসএফ জওয়ানদের দেখে ফেলে। সঙ্গে সঙ্গে সে বাইক ঘুরিয়ে ফের কামাত গ্রামের দিকে পালিয়ে যায়। ঘন কুয়াশা আর অন্ধকারের মধ্যে তাকে আর তাড়া করা যায়নি। তাড়াহুড়োতে ওই ব্যক্তির সঙ্গে থাকা একটি প্লাস্টিক মোড়ানো প্যাকেট রাস্তায় পড়ে যায়। সেই প্যাকেটটি উদ্ধার করেন জওয়ানরা। ওই প্যাকেট থেকে বাজেয়াপ্ত করা হয় ৯৭টি ২ হাজার টাকার জাল নোট। উদ্ধার হওয়া ১ লক্ষ ৯৪ হাজার টাকার নোট এদিন তাঁরা বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন। চলতি বছর এখনও পর্যন্ত সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার ৪ লক্ষ ৬৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে এক ভারতীয় পাচারকারীকে।