গঙ্গা গর্ভে তলিয়ে যাওয়া স্কুলকে জমি দান করলেন ধনঞ্জয়
মালদা জেলার কালিয়াচক-৩ ব্লকের পার অনুপনগর প্রাথমিক বিদ্যালয় বর্তমানে গঙ্গা গর্ভে। ফলে পড়াশুনা সেখানে বন্ধ হয়ে পড়েছে। শনিবার সেই স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নতুন স্কুল তৈরি করার জন্য একটি জায়গা পরিদর্শন করা হল জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। উল্লেখ্য, গত সপ্তাহে কালিয়াচক-৩ ব্লকের পার অনুপনগর গ্রামে অবস্থিত পার অনুপনগর প্রাথমিক বিদ্যালয়টি গঙ্গা গর্ভে চলে যায়। ফলে স্কুল হারা ১৪০ জন পড়ুয়ার স্কুলের পঠন পাঠন বন্ধ, কারণ এই গ্রামে একমাত্র বিদ্যালয় ছিল এটি। তাই গ্রামবাসীদের কথা মাথায় রেখে স্কুলের নামে এক বিঘা জমি দান করলেন স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় রায় এবং অমল রায় নামে দুই ভাই। শনিবার স্কুলের জন্য দান করা সেই জায়গা পরিদর্শন করেন মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস কুণ্ডু এবং তিনি আশ্বাস দেন খুব শীঘ্রই বিদ্যালয় তৈরির কাজ শুরু করা হবে। নতুন করে বিদ্যালয় ফিরে পাওয়ার আশায় খুশি গ্রামবাসী থেকে শুরু করে খুদে স্কুল পড়ুয়ারা। পাশাপাশি খুশি স্কুলের শিক্ষকরাও।
