অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য কালিয়াচকে
রেললাইনের ধার থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। শনিবার সকালে মালদার কালিয়াচক থানার খালতিপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় দেহটি। রেল পুলিশ দেহটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিন সকালে খালতিপুর স্টেশনের রেল গেট থেকে প্রায় পাঁচশো মিটার দূরে আপ লাইনের পাশে এক মহিলার ক্ষতবিক্ষত দেহ দেখতে পায় স্থানীয়রা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেহটি দেখতে আশেপাশের বাসিন্দারা ভিড় জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খালতিপুর আরপিএফ জওয়ানেরা। তাঁরা মালদা জিআরপি থানায় খবর দিলে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে মৃত মহিলার নাম পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশসূত্রে জানা গিয়েছে মৃত মহিলার আনুমানিক বয়স প্রায় ৩০ বছর। প্রাথমিক অনুমান ট্রেন থেকে পড়ে বা চলন্ত ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে ওই মহিলা। তবে কেউ তাকে ট্রেন থেকে ফেলে খুনও করতে পারে এই সন্দেহ উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তবে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে মহিলার নাম পরিচয় ও মৃত্যুর কারণের তদন্ত শুরু করেছে মালদা জিআরপি থানার পুলিশ।
ভিডিয়োঃ কৃতাঙ্ক