ভাইপোর ইট বৃষ্টিতে আহত দুই কাকা
মারধর করে মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ করায় ভাইপোর হাতে আক্রান্ত হলেন দুই কাকা। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার কুম্ভিরা এলাকায়। যদিও এই ঘটনায় এখনও থানায় অভিযোগ দায়ের করা হয়নি।
আক্রান্তরা হলেন আবদুল গফ্ফর শেখ (৫৬) এবং আবদুল সালাম(৫৭)। সম্পর্কে তাঁরা দুই ভাই। তাঁদের বড় দাদা বাহারাল আলি গত হয়েছেন ২০ বছর আগেই। অভিযোগ, গতকাল সন্ধেয় ভাইপো ইসাউল শেখ তাঁর মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এই ঘটনার প্রতিবাদ করেছিল বাহারাল সাহেবের দুই ভাই। এরপরই ইসাউল শেখ তার দলবল নিয়ে কাকাদের লক্ষ্য করে ইট পাথর ছুঁড়তে থাকে। ঘটনায় গুরুতর আহত হন দুই কাকা। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। মালদা মেডিকেলে শারীরিক অবস্থার অবনতি হয় আবদুল সালামকে কলকাতা রেফার করা হয়। অন্যদিকে, আবদুল গফ্ফর শেখ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসার কারণে এই ঘটনায় এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।