রং-এর খেলায় মত্ত জয় মেমোরিয়াল
আকাশে রামধনুর উদয়ে সাত রংয়ের সন্নিবেশ ফুটে ওঠে। যেখানে লাল, হলুদ, সাদা বিভিন্ন রং-এ সজ্জিত এক অপূর্ব মেঘমালাকে দেখতে পাই আমরা। রং-এর অদ্ভূত সৃষ্টি প্রতি মুহুর্তে কিছু না কিছু জানান দেয় মানবসভ্যতাকে। কখনও শিল্পীর হাতে তৈরি চিত্রে রং মানব সমাজকেই প্রশ্ন করে কেমন আছে এই পৃথিবী? আর ঠিক তখনই শিল্পীর হাত দিয়ে ফুটে ওঠে পৃথিবীর চিত্র। আর এইভাবেই চলে রং আর মানব সভ্যতার কথপোকথন। আর সেই রংও যে মানুষের সাথে কথা বলে তা তুলে ধরতে জয় মেমোরিয়ালের দুর্গাপ্রতিমা এবং মন্ডপে থাকছে এক বিশেষ চমক। এবারে তাদের 'থিম রং-ও কথা বলে'। সভ্যতার এই চরম মুহুর্তে যখন মানুষে মানুষে হানাহানিতে বিপর্যস্ত মানবসমাজ ঠিক তখনই রং-এর সুন্দর কথা ও ভাবনাকে পুজো মন্ডপের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন ক্লাব উদ্যোক্তারা। মন্ডপের কাপড়ের ওপর মর্ডান আর্ট এককথায় দর্শকদের মন কেড়ে নেবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।
