নৈশকালীন কাবাডি প্রতিযোগিতা জিতল জালালপুর
চাঁচল থানার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের গোয়ালপাড়ায় রবিবার অনুষ্ঠিত হল একদিনের নৈশকালীন কাবাডি প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন চাঁচল থানার পুলিশ আধিকারিক সুকুমার ঘোষ, এসডিপিও সজলকান্তি বিশ্বাস ও চাঁচল ২ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ আবদুল হাই। এই নৈশকালীন কবাডি (#Kabaddi) প্রতিযোগিতায় ১০টি দল অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন হয় জালালপুর। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে চাঁদপুর ও খানপুর। তিনটি দলকে ট্রফি ও নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়।
