ঈষাণী অধিকারী
গরমের ছুটিতে আমি এবার মালদাতেই ছিলাম৷ গরমের ভয়ে মামার বাড়ি আগেই বেড়িয়ে এসেছি৷ গরমকাল মানেই শুধু ঠান্ডা খোঁজা৷ মানে ঠান্ডা জল খাওয়া, ঠান্ডা শরবত খাওয়া, আইসক্রিম খাওয়া, আর ঠান্ডা জলে স্নান করা৷ তার সাথে মায়ের গরম গরম বকা খাওয়া৷ তার সাথে বুনু আর আমার শুধু খেলা আর খেলা৷ এবার ছুটিতে একদিন মেলা দেখতে গিয়েছিলাম৷ সেখানে দোলনা চড়েছি৷ আর ম্যাজিক কিনেছি৷ ছুটির দিনগুলো এবার বাড়িতেই আনন্দ করে কেটেছে৷ রোজ সাঁতার কাটতে যেতাম৷ বাড়িতে বসে ছবি আঁকতাম৷ মায়ের সাথে স্কুলের প্রোজেক্টের কাজ করতাম৷ বাগানে ঘুরে ঘুরে গাছের ডাল খুঁজতাম৷ সেগুলো খাতার ভিতরে রেখে শুকিয়ে নিতাম৷ এটা নতুন অভিজ্ঞতা৷
বাবার কাজে সাহায্যও করতাম৷ রোজ পড়াশোনা হয়ে গেলে মাম্মার (ঠাকুমা) সাথে লুডো খেলতাম৷ আর আমার বুনু (উমিকা) সবসময় মাঝখানে খেলাভঙ্গ করে দিত৷ তারপর লেগে যেত মারপিট৷ খেলা আমাদের সাঙ্গ হয়ে যেত একদিন৷ ছুটির সকালে বাবার সাথে বাজারে মাছ ও সবজি কিনতে গিয়েছিলাম৷ নতুন নতুন কাজও শিখেছি৷ তালা খোলা ও বন্ধ করা৷ জুতোর ফিতে বাঁধা৷ স্কুলের বই গোছানো৷ এইসব করতে করতেই আমার গরমের ছুটি শেষ৷
ঈষাণী অধিকারী
দ্বিতীয় শ্রেণি, ড্যাফোডিল পাবলিক স্কুল