ভারত বনাম বাংলাদেশ কবাডি প্রতিযোগিতা
একই ভাষা, একই সংস্কৃতি, একই খাদ্যাভ্যাস কিন্তু মাঝখানে কাঁটাতারের বেড়া একই ভূখণ্ডকে দিয়েছে দুটি আলাদা দেশের মর্যাদা। তাই সীমান্ত রক্ষায় নিয়োজিত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। ভারতের দিকে বর্ডার সিকিউরিটি ফোর্স ওপর পারে বর্ডার গার্ড অফ বাংলাদেশ। সীমান্তরক্ষার পাশাপাশি দুই বাহিনীর মধ্যে সুসম্পর্ক দৃঢ় করতে দুই বাহিনী আয়োজন করেছিল এক মৈত্রী কাবাডি (#Kabaddi) প্রতিযোগিতা। ভারতীয় সীমান্তের মহদীপুরে এই মৈত্রী কাবাডি প্রতিযোগিতায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ২৪ নং ব্যাটেলিয়ন ও বর্ডার গার্ডস অফ বাংলাদেশের ৯ নং ব্যাটেলিয়ন অংশগ্রহণ করে। লড়াই ছিল প্রচন্ড হাড্ডাহাড্ডি। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি ছিল না। শেষপর্যন্ত বর্ডার গার্ডস অফ বাংলাদেশ-কে হারিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জয়ী হয়। প্রচুর দর্শক ছাড়াও মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের পুলিশ সুপার মুজাহিদুল ইসলাম। এছাড়াও ছিলেন বাংলাদেশ বর্ডার গার্ডস ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকেরা। এই খেলার মাধ্যমে দুই সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা উভয়ের মধ্যে সুসম্পর্ক ও মৈত্রী বজায় রাখার শপথ নেন। তারা বিভিন্ন ধরণের খেলার যেন বারে বারে হয় তার দাবি রাখেন উভয় বাহিনীর আধিকারিকদের কাছে। এই খেলায় উভয় পক্ষই দারুণ খুশি।
